SPORTS: আগেই আছে এক নারিন, আরেক নারিনকে নিলো কলকাতা নাইট রাইডার্স, জেনেনিন তার পরিচয়

মেগা নিলামের আগেই ক্যারিবীয় স্পিনিং অলরাউন্ডার সুনিল নারিনকে নিজেদের দলে রেখে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে নিলামের টেবিল থেকেও আরেক নারিনকে দলে ভিড়িয়েছ আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। এই নারিন অবশ্য জালালাবাদের নারিন।
রোববার নিলামের দ্বিতীয় দিন শেষ দিকে গিয়ে ডাকা হয় ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রমেশ কুমারের নাম। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই তাকে দলে নিয়ে নেয় কলকাতা। স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন জাগার কথা, এই রমেশ কুমার কে?
নিলামে ব্যাটার হিসেবে নাম দিলেও মূলত পাঞ্জাবের জালালাবাদের এ তরুণের বোলিংটাই শক্তির জায়গা। রমেশের মতে তার বাঁহাতি স্পিন বোলিংয়ের অ্যাকশন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় তারকা সুনিল নারিনের মতো। যে কারণে তাকে জালালাবাদের নারিন নামেই ডাকা হয়।
শুধু তাই নয়, নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলের নামও রমেশ কুমার নারিন লিখে রেখেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। তিনি মূলত টেনিস বল ক্রিকেট থেকে উঠে এসেছেন। ইউটিউবে নারিন জালালাবাদ লিখে খুঁজলেই পাওয়া রমেশ কুমারের ১০ বলে ফিফটি হাঁকানোর ভিডিও।
টেনিস বল ক্রিকেটে সেই ১০ বলে ফিফটির মাধ্যমেই মূলত আলোড়ন তুলেছিলেন রমেশ। আরেকটি ইউটিউব ভিডিওতে দেখা যায়, প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞেস করা হলে স্থানীয় এক টেনিস বল ক্রিকেটারের নাম বলছেন রমেশ। এতেই বোঝা যায়, পেশাদার ক্রিকেট থেকে কতটা দূরে ছিলেন তিনি।
এবারের নিলামে কলকাতা দলে সুযোগ পেলেও, এর পুরো অবদান টেনিস বলের টুর্নামেন্টগুলোকেই দিচ্ছেন রমেশ। নয়তো কেউ চিনতোই না বলে মনে করেন তিনি। টেনিস বল ক্রিকেটে সুপারস্টার হওয়ার পর এবার ক্রিকেট বলে ভালো করার চ্যালেঞ্জ রমেশের সামনে।







