খেলা

বুমরার চলছে খারাপ সময়, পাশে দাঁড়ালেন ক্রিকেটের এই মহাতারকা

ভারতীয় দল এখন আছে নিউজিল্যান্ড সফরে।তবে সেই সিরিজে ভারত খুব একটা ভালো ফর্মে নেই। সেই সাথে নেই বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরার ফর্ম। আর এই কারণেই নিন্দুকরা ইতিমধ্যেই তাদের নিন্দায় মুখর হয়ে উঠেছে।

এই রকম পরিস্থিতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব জানিয়েছেন, কোহলির খারাপ সময় কাটিয়ে দ্রুতই রানে ফিরবেন।কোহলি টি-২০ সিরিজে তন্ করেছেন ৪৫, ১১, ৩৮ ও ১১।ওয়ানডে-তে কোহলির তাঁর রান সংখ্যা ৫১, ১৫ও ৯ রান।বেসিন রিজার্ভে অনুষ্ঠিত প্রথম টেস্টের দু ইনিংসেও ব্যর্থ কোহলি।

ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে তাঁকে দ্রুত ফেরানোর পরিকল্পনা করেছেন কিউই বোলাররা।এই রকম পরিস্থিতিতে দাপিয়ে কপিল দেব বলেছেন, “দেওয়ালে পিঠ থেকে গেলে গ্রেট প্লেয়াররা সব সময়ই ফিরে আসে।কোহলিও গ্রেট প্লেয়ার।আমার বিশ্বাস দ্রুত ঘুরে দাঁড়াবে ও।”

নিউজিল্যান্ডে কোহলি হাতে ব্যাট পেয়ে ম্লান দেখিয়েছে।আর অপরদিকে যশপ্রীত বুমরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি।

বুমরা তিনটি ম্যাচে ওয়ানডে সিরিজেও উইকেটহীন থেকে গিয়েছেন।সেজন্য বুমরাকে নিয়ে কপিল দেব চিন্তিত নন।তিনি বলেছেন, ” একবার গতি পাওয়ার পরেও ছন্দ ফিরে পেতে বোলারদের সময় লাগে।বুমরা দুর্দান্ত বোলার।তিনি নিজেকে বার বার প্রমাণও করেছেন।একটা ইনিংস ব্যাটসম্যানদেড় যেমন ফর্মে ফেরাতে পারে, তেমনই একটা ভালো বোলিং স্পেল বোলারের ছন্দ ফেরাতে পারে।বিরাট বুমরার মতো ক্রিকেটাররা হলো চ্যাম্পিয়ান।ওরা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে।”

Back to top button