খেলা

ম্যাচ হেরেও রক্ষা নেই, চরম ‘শাস্তি’ কোহলির! জরিমানা হলো ১২ লাখ টাকা

সৌদি আরবে অনুষ্ঠিত আইপিএল অভিযান বেশ ভালো করেই শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এবার তারা দ্বিতীয় ম্যাচেই খেলো হোঁচট। এবার বিরাট বাহিনী হেরে বসলো কিংস এলিভেন পাঞ্জাবের কাছে।

হঠাৎ করেই সময় এবার খারাপ যাচ্ছে আইপিএলের আরসিবি টিমের অধিনায়ক বিরাট কোহলির। আর শুদু যে হার তাতেও রক্ষে নেই এবার স্লো ওভার রেটের জন্য জরিমানা দিতে হলো ১২ লক্ষ টাকা।

প্রথম ম্যাচে বেশ ভালোই শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই থমকে গেলো আরসিবি। আর আরসিবির হারের দিনেই সবথেকে খারাপ পারফরম্যান্স করলেন বিরাট কোহলি। তিনি পাঞ্জাবের বিরুধ্যে ব্যাট হাতে এক রানের বেশি করতেই পারেননি। এছাড়াও ম্যাচ চলাকালীন তিনি দু বার ক্যাচ ফেলে দেন বিপক্ষ দলের ক্যাপ্টেন লোকেশ রাহুলের। আর এই লক্ষ্যে রাহুলই পরে তার জীবনের আইপিএল ইনিংসের সেরা খেলাটা খেলে ফেললেন।

ম্যাচ শেষে বিরাট কোহলি পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে বলেন “আমাদের সেরা দিন মোটেই ছিল না এদিন। আমাকেই সামনে দাঁড়িয়ে এর জন্য দায়িত্ব নিতে হবে। কেএল যখন সেট হয়ে গিয়েছিল, সেই সময় বেশ কিছু সুযোগ নষ্ট করলাম, এর জন্যই শেষের দিকে আমাদের অতিরিক্ত ৩৫-৪০ রান খরচ করতে হল। যদি আমরা ওদের ১৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারতাম, তাহলে প্রথম বল থেকেই আমরা চাপে পড়তাম না।”

তিনি আরো বলেন “ঠিক কোন জায়গায় ভুল হল, তা আমরা জানি। আমিই সব দায় নিচ্ছি মাথা পেতে। এমন কিছু দিন আসে যেদিন এমন ঘটনা ঘটে। সেগুলো মেনে নিতে হবে। আমরা একটা ভালো দিন এবং একটা খারাপ দিন-দুইই দেখলাম। এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়।”

Back to top button