খেলা

KKR শিবিরে বড় ধাক্কা, IPL থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার

KKR -এর হয়ে IPL -এর ম্যাচ থেকে বাদ পরে গেলো প্রবীণ তাম্বে।কারণ নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুধ্যে।আইপিএলের গভর্নিং কমিটি নিয়ম ভঙ্গের কারণেই তার খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই আইপিএলের নিলামে বিক্রি হওয়া সবথেকে পুরোনো ক্রিকেটার IPL -এর ম্যাচ খেলা থেকে বাদ পরে গেলেন।তাম্বে ২০১৮ সালে দুবাইয়ের টি-১০ লিগে অংশগ্রহণ করেছিলেন।নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার ভারতীয় ক্রিকেটাররা বিদেশে টি-১০ ও টি-২০ লিগে অংশগ্রহণ করতে পারে।

দুবাইতে টি-১০ লিগে অংশগ্রহণ করতে যাওয়ার আগে মুম্বাই ক্রিকেট সংস্থার কাছে তাম্বে অবসরের সিদ্ধান্ত জানান।তবে শারজায় টি-১০ লীগ খেলে দেশে ফিরে অবসর ভেঙে আবার মুম্বাইয়েতে টি-২০ লীগ খেলেন তাম্বে।আর এই কারণেই IPL -এর নিলামে তিনি নাম নথিভুক্ত করতে সফল হয়েছিলেন।কিন্তু বিসিসিআই ব্যাপারটি মোটেও সহজভাবে নেয় নি।তার খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড।আর সেই সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে সচেতন করে দিয়েছে।

বিসিসিআইয়ের IPL কমিটির চেয়ারম্যান ব্রিজেস প্যাটেল এবিষয়ে জানিয়েছেন, “তাম্বেকে IPL -এ খেলার ছাড়পত্র দিচ্ছে না ভারতীয় বোর্ড।কেননা তাম্বেকে অনুমতি দিলে সকলকে ছাড়পত্র দিতে হবে বোর্ডকে।বোর্ড ক্রিকেটারদের শুধুমাত্র বিদেশে লিস্টে ও প্রথম শ্রেণীর ম্যাচ খেলার ছাড়পত্র দিয়ে থাকে।তবে এক্ষেত্রে তাদেরকে বিসিসিআই ও সংশ্লিষ্ট রাজ্যের ক্রিকেট সংস্থার থেকে এনওসি নিতে হয়।তবে সেক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা বিদেশে টি-১০ ও টি-২০ লিগে অংশগ্রহণ করতে পারে।”

Back to top button