খেলা

IPL-শুরুর আগেই বড় ধাক্কা গুজরাটে, সরে দাঁড়ালেন কোটি টাকার বিদেশি তারকা

আইপিএল শুরু হতে আর চার সপ্তাহেরও কম সময় বাকি। প্রতিটি দলই নিলাম থেকে কেনা ক্রিকেটারদের নিয়ে নিজেদের ঘর গোছানোর কাজ করে যাচ্ছে। কিন্তু শুরুর মাত্র ৩/৪ সপ্তাহ আগেই বড় ধাক্কা খেলো গুজরাট টাইটান্স শিবির। হঠাৎই করেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন নিলাম থেকে দলে নেওয়া এক বিদেশি তারকা।

ইংল্যান্ড ওপেনার জেসন রয় অতিরিক্ত সময় বায়ো-বাবলে থাকার চ্যালেঞ্জের কারণেই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। জেসন রয় নিজের সিদ্ধান্তের কথা গত সপ্তাহেই নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন বলে খবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। যদিও গুজরাট টাইটান্স এখনও জেসন রয়ের কোনও পরিবর্তিত ক্রিকেটার খুঁজে নেয়নি।

অবশ্য ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের এবারের আইপিএলে না খেলার কথাও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। উল্লেখ্য, এবার আইপিএলের মেগা নিলামে জেসন রয়কে বেস প্রাইস ২ কোটি রুপিতে দলে নেয় হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স।

নিলাম থেকে কেউ দলে নেওয়ার পর জেসন রয়ের আইপিএল থেকে সরে দাঁড়ানো এটাই প্রথম নয়। এর আগে ২০২০ সালেও দিল্লি ক্যাপিটালস তাকে বেস প্রাইস ১ কোটি ৫০ লক্ষ রুপিতে দলে নিয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছিলেন টুর্নামেন্ট শুরুর আগেই। এবার আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি।

৩১ বছর বয়সী জেসন রয় সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগে দারুণ ছন্দে ছিলেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৬টি ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১১৬, ৫৪, ০, ১৩, ৩৮ ও ৮২ রান।

Back to top button