খেলা

IPL-এ খরচ কমানো নিয়ে নতুন উদ্যোগ সৌরভের, কমে যাচ্ছে পুরস্কার মূল্য

IPL শুরু হওয়ার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিসিসিআই এক চমক দিলো।এবছর জয়ের পুরোস্কারমূল্য কমিয়ে অর্ধেক করা হচ্ছে।বোর্ডের বিপুল পরিমান খরচ কমাতেই এই উদ্যোগ নিয়েছে।ইতিমধ্যেই, পুরোস্কারমূল্য নিয়ে বিসিসিআই বিশেষ বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে।

বোর্ডের সূত্রের খবর থেকে জানা গেছে, গতবারের তুলনায় প্রায় অনেকক্ষেত্রেই অর্ধেক করা হয়েছে পুরস্কারমূল্য।২০১৯ সালে IPL চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল ২০ কোটি টাকা, তা এবার একধাক্কায় ১০ কোটি টাকায় নেমে এসেছে।গতবার রানার-আপ দোল পেয়েছিলো ১২.৫ কোটি টাকা, তা এবার নেমে এসেছে ৬.৫ কোটি টাকায়।পর্ব থেকে যে দুটি দল ছিটকে যাচ্ছে, তাদেরকে দেওয়া হবে ৪.৩৭৫ কোটি টাকা।বের্ডের এক শীর্ষ কর্তার দাবি এবারের IPL -এর সবকটি ফ্র্যাঞ্চাইজিই লাভজনক অবস্থায় আছে।

উলেখ্য হলো, সৌরভ গাঙ্গুলি বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বিভিন্ন খরচের রাশ টানার উদ্যোগ নিয়েছেন।তার মূল উদেশ্য হলো ঘরোয়া ক্রিকেটে ও ন্যাশনাল ক্রিকেট একাডেমির পরিকাঠামোর ব্যয় বাড়ানো।এছাড়াও ঘরোয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট।আর মূলত সেই কারণেই তিনি IPL -এর উদ্দেশ্যে হয়তো খরচ কমালেন।

Back to top button