খেলা

১৯ তারিখে শুরু IPL, এবার লাইভ দেখুন একদম Free তেই

করোনা আতঙ্ক এখনো শেষ হয়নি আর তার মাঝেই এবার ২২ গজে নামছেন ভারতীয় ক্রিকেটাররা। আগামীকাল থেকেই আরব আমিরশাহিতে বসছে ক্রিকেটের এই বড় আসর। আর প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস আর রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

আর এবারের IPL এর ফ্রি তে আইপিএল দেখার আছে অনেক উপায়। আপনি চাইলে এবার অনলাইনেই দেখে নিতে পারবেন সমস্ত ম্যাচ তবে এর জন্য আপনার চাই জিও অথবা এয়ারটেলের কানেকশন সাথে Hotstar+Disney-র বিনামূল্যে পাওয়া সাবস্ক্রিপশন। অর্থাৎ যদি আপনি সঠিক মূল্যের রিচার্জ করেন তাহলে ১ বছরের Hotstar+Disney-র সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে।

জিও এবার আইপিএলের জন্য নিয়ে এসেছে ক্রিকেটের বিশেষ প্ল্যান আর এই প্ল্যান রিচার্জের মাধ্যমে Hotstar সাবসক্রিপশন পাওয়া যাবে একদম ফ্রি তে। ৪০১ টাকার থেকে শুরু হয়েছে জিওর ক্রিকেট প্ল্যান। এয়ারটেলে ৩৯৯ টাকা রিচার্জ করলে Hotstar+Disney-র ফ্রি সাবসক্রিপশন পাওয়া যাবে।

তবে এবার আইপিএলে থাকছে না কোনও চিয়ারলিডার। এবারের আইপিএলের দুপুরের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে ৩ টায় ও সন্ধ্যার ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

আর যায়নি যদি সমস্ত ম্যাচ টিভিতে দেখতে চান তাহলে দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ৩-এ দেখতে পারবেন
টানা ৫৩ দিন ধরে চলবে ক্রিকেটের এই বড় টুর্নামেন্ট। ১০ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের আইপিএল।
আর এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন দীনেশ কার্তিক।নাইটরা তাদের ম্যাচ শুরু করবে ২৩ সেপ্টেম্বর তারিখ থেকে।

Back to top button