৪০ বছরের ধোনি আর কত দিন আইপিএল খেলবেন? শুরু জল্পনা

ভারতের সাবেক সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স এখন ৪০ বছর ২৬১ দিন। কাল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের পঞ্চদশ আসরেও তাকে খেলতে দেখা যাবে। তবে এবার তিনি চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন না। তার বদলে অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাদেজা।
এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে, এটাই কি ধোনির শেষ আইপিএল?
ধোনি এখন পর্যন্ত নিজের আইপিএল ক্যারিয়ার নিয়ে সরাসরি কোনো জবাবে দেননি। তবে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন ভারতের এক সংবাদপত্রকে সম্প্রতি বলেছেন, ‘আমার মনে হয় না এটা ওর শেষ মৌসুম। সে আরো খেলবে। ‘ এদিকে ধোনির ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতীয় মিডিয়া দাবি করেছে, আগামী মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলে তিনি অবসর নিতে পারেন।
কিন্তু ধোনি কেন জাদেজার হাতে চেন্নাইয়ের নেতৃত্ব তুলে দিলেন? এমন প্রশ্নে বিশ্বনাথন বলেন, ‘আমরা সবসময় ধোনির সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। আমাদের কাছে সে শক্তির স্তম্ভ ছিল এবং আগামী দিনেও থাকবে। জাদেজা ছাড়াও দলের বাকিদের সে সব সময় সাহায্য করবে। যাতে মসৃণভাবে নিজের দায়িত্ব জাদেজার হাতে তুলে দিতে পারে, সে কারণেই ধোনি এমন সিদ্ধান্ত নিয়েছে। অধিনায়ক এবং ক্রিকেটার হিসেবে সব সময় সে চেন্নাইকে ভালোবাসে। দলের স্বার্থেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে। ‘







