খেলা

শেষ টেস্টেও হার বিরাট বাহিনীর, ২-০ তে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড

বোলারদের লড়াই এবার আর কাজে এলো না।শেষ পর্যন্ত ভারত ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচ হারলো।ম্যাচের শেষে জ্বলে ওঠেন বুমরাহ।কিন্তু ভারতের লড়াই করার মতো হাতে রান থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত বশ্যতা মেনে নিতে হয়েছে।৬ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমে আজ ৩০ রান যুক্ত করতে সক্ষম হন ভারতীয় ব্যাটসম্যানরা।রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত ১৬ রানে অপরাজিত থাকেন।

তিনি ছাড়া দ্বিতীয় ইনিংসে ভারতের আরও ৩ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে সক্ষম হয়েছিল।তবে তাদের মধ্যে সর্বোচ্চ রান করেন চেতেশ্বর পূজারা।তিনি ২৪ রান করেছিলেন।কিউইদের দুই ওপেনার লাথাম ও ব্লান্ডেল শুরু থেকেই ভালো উপহার দেন।তারা দুইজনেই অর্ধশত রান পূর্ণ করেন।

এক সময় মনে হয়েছিল এই ম্যাচটিও ১০ উইকেটে তারা জয় লাভ করবে।কিন্তু একেবারে শেষের দিকে এসে উমেশ যাদব ১টি উইকেট নেন ও বুমরাহ ২টি উইকেট দখল করেন।ম্যাচের একদম সশেষে বল করতে দেখা যায় বিরাট কোহলিকে, যখন নিউজিল্যান্ডের মাত্র ৭ রতনের দরকার।হেনরি নিকোলাস কোহলির বলে একটি বাউন্ডারি মেরে দলের জয়কে তরান্বিত করেন।

Back to top button