খেলা

বোলারদের মন পড়তে পারে ধোনি, জানালেন বাঁ-হাতি স্পিনার

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আসলে একজন ‘বোলারস ক্যাপ্টেন’ বলে জানালেন ওঝা।ধোনি গত কিছুদিন আগে অবসর নেওয়া বা হাতি স্পিনাররা মনে করেন, সে নাকি খুবই ভালোভাবে এই বাঁহাতি বোলারদের মন পড়তে পারেন।তিনি তাদের মন পরে ঠিকভাবে ফিল্ডিং সেট করেন।

ব্যাটসম্যানদেড় কোনখানে কোন লাইনে বল করতে হবে, সে বিষয়ে ধোনি থেকে ভালো আর কেউ জানতেন না।আর এই কারণেই দেশের এক সফলতম অধিনাককে বোলারদের ক্যাপ্টেন বলেন ওঝা।

বিনয়কুমার ওঝা বলেন, “আমি বিশ্বাস করি প্রত্যেক বলার এক অধিনায়ক হিসেবে ধোনির মতো অধিনায়ক হিসেবে চায়।এর বহু কারণ রয়েছে, আর সেগুলি হলো, বোলারদের ফিল্ডিং সাজিয়ে দেওয়া, বোলারদের কিভাবে বোলিং করতে হবে সে ব্যাপারে পরামর্শ দেওয়া।”

কঠিন থেকে কঠিন পরিস্থিতি সময়ে ধোনি বোলারদের সাহায্য করে থাকেন বলে জানালেন ধোনি।তাই যদি ধোনি কথা ভালোভাবে শুনে ওঝার মতো অনেকেই সফল হতে পেরেছেন।বিনয়কুমার ওঝা ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচে ১০টি উইকেট নিয়েছিলেন।সেই টেস্ট ম্যাচ ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়াংখেড়ে অনুষ্ঠিত শচীন তেন্ডুলকরের ফেয়ারোয়াইল ম্যাচ, আর সেই ম্যাচে ওঝা সেরা হয়েছিলেন।

Back to top button