খেলা
সৌরভ গাঙ্গুলিকে পার করতে কোহলির দরকার আর মাত্র ১১ রানের…….

ভারতীয় দলের অধিনায়ক কোহলি আর মাত্র ১১ রান করলেই প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির টেস্ট ক্রিকেটের রানকে টোপকে যাওয়া সম্ভব হবে।শুক্রবার ভোরে ওয়েলিংটন সিরিজে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।এই টেস্টে আর মাত্র ১১ রান করলেই প্রাক্তন অধিনায়ক সৌরাভ গাঙ্গুলিকে রানকে টপকাতে পারবেন বর্তমান অধিনায় কোহলি।সৌরভ গাঙ্গুলির ১২ বছরে ১১৩টি টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৫টি হাপ্ সেঞ্চুরিতে তার রান সংখ্যা ছিল-৭২১২।অপরদিকে কোহলি ৮৪টি টেস্টে ২৭টি সেঞ্চুরি ও ২২টি হাপ্ সেঞ্চুরিতে তার রান সংখ্যা-৭২০২।
ভারতিয় দলের মধ্যে কোহলি টেস্টের রান সংগ্রহের দিক দিয়ে সপ্তম স্থান অধিকার করেছে, এরপর সৌরভ গাঙ্গুলিকে কাটাতে পারলে তিনি ষষ্ঠম স্থানে পৌঁছতে পারবেন।
তবে, এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে সর্বোচ্চ রান অধিকার করে রয়েছে শচীন টেন্ডুলকার। ২০০টি টেস্টে তার রান সংখ্যা-১৫৯২১।