খেলা

ভারত বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে, ওয়েলিংটনে হেরে গিয়ে বিরাট দিলেন হুঙ্কার

এবার ভারতীয় দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ান শিপে হাড়ের মুখ দেখলো।এই বিশ্ব চ্যাম্পিয়ান শিপ হেরে গিয়ে সে ব্যথা চেপে না রেখে তিনি জানিয়েছেন, প্রথম ইনিংস ভারতের ১৬৫রান ইশান্ত ও বামদের একার পক্ষে লোড়ার জন্য ভালো দিক ছিল না।তার গলায় হতাশার সুর না হয়ে তার কণ্ঠে আত্মমবিস্বাসের সুর দেখা গেলো।আর এই মাঠে স্বমহিমায় ফিরবে ভারত এক জোর গলায় জানালেন কোহলি।

শেষে তিনি বললেন, মাইকের আওয়াজ বন্ধ করতে, কেনোনা লোকজন সেখানে বাইরে থেকে মনে করিয়ে দিচ্ছে এই হাড়টা বিরাট একটা হাড়।আর এই কারণে মানুষ মাথায় উঠতে শুরু করে দিয়েছে।তিনি আরও জানা যে, ভারত যেকোনো জায়গায় জিততে পারে সেটা আর বোঝাতে হবে না।

এর সাথেই তিনি জানান, হাড় জিৎ খেলার একটি অঙ্গ, এরপরেও আমরা টেস্টেও জেতার মনোভাব নিয়েই মাঠে নামবো।তিনি বলেন, কোনো অবস্থাতেই ভারতীয় ক্রিকেটের রান কৌশল পরিবর্তন করা যাবেনা।

Back to top button