বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের বদলা বিশ্বকাপে নিলো টিম ইন্ডিয়া

ভারতীয় দল অস্ট্রেলিয়ার পর এবার বাংলাদেশকে হারালো।এবার বাংলাদেশকে ভারত ১৮ রানে হারালো।এবার নিয়ে ভারত টানা ২বার বিবকাপে জয়ী হলো।আইসিসি ওমেনস টি-২০ বিশ্বকাপে হরমোনপ্রীত কৌরের দল দ্বিতীয় ম্যাচেও খুবই ভালো ফলের দ্বারা জয়ী হলো।
বাংলাদেশ ভারতের ১৮৩ রানের টার্গেটের ব্যবধানে খুবই খারাপ ভাবে উইকেট হারাতে থাকে।তবে যদিও মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা একটি সময়ে রুখে দাঁড়িয়েছিল।তবে বাংলাদেশের অন্যসব ক্রিকেটাররা সেভাবে খেলতে পারেনি।ভারতীয় দল ২০ ওভারে ৮টি উইকেট নিয়ে ১২৪ রানে হারিয়ে দেয়।
হরমোনপ্রীত কৌররা অট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে এক বড় ধাক্কা খেয়ে বলেন তিনি।তিনি প্রথম ম্যাচেই আঘাত পেয়ে স্মৃতির দিক দিয়ে কমজোর হয়ে পড়েন।এরপর বাংলাদেশ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠায়।সেইজন্য বড় ধরণের কোনো রান পেলেন না হরমোনপ্রীত কৌর।এরপর শেষ অবধি কৃষ্ণ মুক্তি পুরো ইনিংস খেলে যান।তিনি ২০ রানে অপরাজিত হয়ে থাকেন।এরপর ভারত শেষ অবধি ১৪২ রানে ৬টি উইকেট হারায়।