খেলা

করোনায় আক্রান্ত জাতীয় দলের ফুটবল কোচ, আতঙ্কিত দলের খেলোয়াড়রাও

করোনা বর্তমানে পুরো বিশ্বে একটি মহামারীর আকার ধারণ করেছে।পুরো বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বহু মানুষ,এতে আক্রান্ত হয়েছেন ছোট্ট শিশু থেকে বৃদ্ধা সবাই।এবার এই ভাইরাস ধরা পড়েছে আর্সেনালের কোচ মাইকেল আর্তেতার শরীরে।যার কারণে তাকে দেখা যাচ্ছে না মাঠে।এর পাশাপাশি আর্সেলেনাল দলের অনুশীলনে একটি বাধার সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে আর্সেনালের কোচ মাইকেল আরতেতা জানান, ‘এই বিষয়টি খুবই হতাশ জনক।তবে চিন্তা নেই খুব দ্রুত মাঠে ফিরে আসব।আজকে খেলার সূচি নিয়ে আলোচনায় বসবেন প্রিমিয়ার লীগের কর্তৃপক্ষরা।কোচের শরীরে করোনার সন্ধান পাওয়ায় আতঙ্কিত খেলোয়াড়রাও।কেননা, খেলার সকল কৌশল সবই নির্ভর করত কোচের ওপর।যার প্রভাব পড়ছে তাদের অনুশীলনেও।

Back to top button