খেলা

‘ও নিঃসন্দেহে সব ফরম্যাটেই সেরা ব্যাটসম্যান’ এটি কাকে ও কেন বলেছিলেন উইলিয়ামসন?……..

নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ভারতের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার আগেই বর্তমানে ক্রিকেটের সব ফরম্যাটে নিলিয়ে সেরা ব্যাটসম্যানকে বেছে নিয়েছে ভারত, একথা বলার কারণ হলো- তার মতে, বর্তমানে সেরা ব্যাটসম্যান হলো ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

আজ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট সিরিজ।তার আগেই কাল নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন নিঃসন্দেহেই জানিয়েছেন, বিরাট সব ফরম্যাটেই সেরা ব্যাটসম্যান।তিনি আরও বলেছেন যে, তবে ভারতীয় দলও ভালো।তাদেকরে আলাদা করে দেখা যাবে না কেননা, ওদের দলে যেমন কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে, তেমনই ওদের কাছে ভালো বলারও আছে।উইলিয়ামসনের সাথে বিরাটের সম্পর্কটা বেশ ভালো।এইজন্য বহুবার উইলিয়ামসন বিরাটের প্রসংশা করতে দেখা গেছে।তাদের পরিচয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই।তবে বিরাটের পার্ফম্যান্স দেখেই তিনি মুগ্ধ হয়েছিলেন।তারা নানা বিষয়ে মত আদান-প্রদান করেছে বলে জানিয়েছে উইলিয়ামসন।

Back to top button