অফবিট

মাত্র ২৪ বছর বয়সে, অনলাইনে নোটস বিক্রি করে, নিজেকে সফল ব্যবসায়ী রূপে প্রমান করলেন তরুণ

তার বয়স মাত্র ২৪ বছর। তিনি সিঙ্গাপুরের একটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে করেছেন পড়াশুনা। তার নাম ইউজিন চিও। সম্প্রতি তিনি শেষ করেছেন তার ম্যানেজমেন্ট কোর্স। কিন্তু এই যুবক সংবাদের শিরোনামে এসেছেন অন্য কারণে। তিনি ম্যানেজমেন্টে পড়েছিলেন আরইএস নামের বাড়ি ও জমি বেচাকেনার এজেন্ট হওয়ার বিষয় নিয়ে। সম্প্রতি তিনি সেই পরীক্ষাতে পাশও করেছেন।

আর ওই কোর্স করার সময় তিনি যে নোটস তৈরী করেছিলেন তা তিনি বিক্রি করছেন অনালাইনে। আর এরফলে তিনি উপার্জন করেছেন কয়েক হাজার ডলার। তিনি এখন নোটস বিক্রির ব্যবসাটাকে গুরুত্ব দিয়ে দেখছেন। তবে ইন্টারনেটে নোটস বিক্রি করার ক্ষেত্রে প্রথম ব্যক্তি কিন্তু তিনি নন তবুও তার নোটস বিক্রি হচ্ছে ঝড়ের গতিতে। তিনি এখনো পর্যন্ত বিক্রি করেছেন দেড় হাজারের বেশি নোটস। তিনিএখন তার নিজের করা নোটস গুলিকে বিক্রয়ের ব্যবসা খুলে বসেছেন। সিঙ্গাপুরে একজন রিয়েলটর বা বাড়ি-জমি বেনাকেনার এজেন্ট হতে বেশ কিছু পূর্বশর্ত পূরণ করতে হয়। তাকে ৬০ ঘন্টার একটি কোর্স করতে হয়। পাস করতে হয় আরইএস যা দুই পর্বের একটি পরীক্ষা।

এই প্রসঙ্গে বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে চিও বলেছেন ‘পুরো ব্যাপারটা খুব সহজ নয়। সিঙ্গাপুরে নিয়মকানুন খুবই কঠিন। আমি তখনই উপলব্ধি করলাম দ্রুত কোনো কিছু শিখে নেয়ার পদ্ধতির একটি বড় চাহিদা আছে।’

চিও তার নোটসগুলিকে একটি মানচিত্রের আকার দিয়েছেন। যেগুলিকে তিনি মনের মানচিত্র বলে থাকেন তিনি ওই নোট গুলিকে নিজের পরীক্ষার সময় খুব ভালো করে তৈরী করেছিলেন ও কাজে লাগিয়ে ছিলেন। এরকম তিনি নোটস গুলিকে ১৬ টি মানচিত্রের আকার দিয়েছেন। যে ম্যাপ গুলো ইন্টারনেট ব্যবহারকারীরা সামান্য একটি ফি দিয়েই সোহকেই পরে নিতে পারবেন।

এখন জানার যেটা বিষয় সেটা হলো চিৰ তৈরী করা মাইন্ড মাপে কি আছে ?

তিনি মাইন্ড ম্যাপে ছবি বা গ্রাফিক্স ব্যবহার করে বিভিন্ন ধরণের আইডিয়া, কনসেপ্ট এবং তাদের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করেছেন চিও। যা মানুষের মস্তিষ্ক সহজেই বুঝতে পারে। সেগুলোতে বিভিন্ন ধরণের আইনি ধারণা, বিপণন সংক্রান্ত ধারণা বা তত্ত্ব, গাণিতিক ফর্মুলা, বিভিন্ন ধরণের গ্রাফ এবং সিলেবাসে আছে। এছাড়াও আরো অনেক ধরণের বিষয় আছে ওই ম্যাপে।যাকে একটি আলাদা ধরণের পড়াশুনার পদ্ধতি বলা যেতে পারে। আপনাকে আর একটি প্রশ্নের উত্তরের জন্য আলাদা করে পাঠ্যপুস্তক খুলতে হবে না যেকোনো প্রশ্নের সহজ সমাধান আছে চিওর তৈরী করা মাইন্ড ম্যাপে।

Back to top button