অফবিট

৬৮ বছর বয়সে ২২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে একই বৈষ্ণদেবীর পথে বৃদ্ধা, তুমুল ভাইরাল সেই ভিডিও

বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা তা বহুবার প্রমান করেছেন বহু মানুষ। তারা নিজের প্রচেষ্টা ও ইচ্ছে শক্তির উপর ভর করে হারিয়ে দেন বয়সকে। আর এই ইন্টারনেটের যুগে যখন পোশাক থেকে শুরু করে খাবার যখন সবই আমাদের কাছে এখন হাতের মুঠোয় চলে এসেছে তখন মানুষ বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছেন। সবকিছুই যেন ঘরে বসেই ম্যানুস পেতে চায়। কিন্তু এখনো অনেক মানুষ আছেন যারা ঘর থেকে বাইরে বেরিয়েই উপভোগ করতে চান জীবনের ছন্দ ও আনন্দ কে। আবার অনেকেই বাইরে বের হয়েই সাইকেল চালিয়ে পূরণ করতে চান তার লক্ষ্য। আর এবার ঠিক সেরকমই এক অবাক করা কাজ করে দেখালেন এক ৬৮ বছর বয়স্ক এক বৃদ্ধা।

বয়সের কথা শুনে যতই তাকে বৃদ্ধা মনে হোক তার মুখের অভিব্যক্তি ও ইচ্ছে শক্তি হার মানিয়ে দেবে কম বয়সী তরুণীদেরকেও। বৃদ্ধা ওই মহিলার নাম রেখা দেবান্ক তিনি ৬৮ বছর বয়সেই ২২০০ কিলোমিটার পথ পারি দিয়ে রওনা দিয়েছেন মাতা বশ্যদেবীর মন্দিরে যাওয়ার জন্য। আর এতদূর পথ তিনি অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছেন শুধু সাইকেল চালিয়েই। আর যাওয়ার পথেই তার সাথে কোনো এক ব্যক্তির পরিচয় ও কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

বৃদ্ধার কথা শুনে জানা গেছে যে তিনি ২৪ জুলাই মাতা বৈষ্ণদেবীর মন্দিরে যাওয়ার উদ্যেশে রওনা দিয়েছেন আর তারপর থেকেই তিনি প্রতিদিন নিয়ম করে ৪০ কিমি করে পথ অতিক্রম করছেন ও রাস্তায় মাঝ পথে বিশ্রাম নিচ্ছেন। আর এভাবেই তিনি এখনো পর্যন্ত অতিক্রম করেছেন ২২০০ কিমি পথ। তার এই বয়সে এই মানসিক ও ঐচ্ছিক শক্তি সত্যি সকলকেই মুগ্ধ করেছে। আর সেই কারণেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে সেই ভিডিও দেখে ফেলেছে লক্ষ লক্ষ মানুষ।

Back to top button