অফবিট
VIRAL: বিষধর সাপ শঙ্খচূড়ের মাথায় চুমু! দেখেনিন শিউরে ওঠার মতো ভিডিও

বিশাল আকারের একটি শঙ্খচূড় সাপ। মাটি থেকে প্রায় দুই ফুট উঁচুতে মাথা তুলে রয়েছে। সাপটির কাছে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা গেল এক ব্যক্তিকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে!
ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল আকারের একটি শঙ্খচূড় সাপ। সেটি মাটি থেকে প্রায় দুই ফুট উঁচুতে মাথা তুলে রয়েছে। সাপটির কাছে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা গেল এক ব্যক্তিকে। এরপর খুব ধীরস্থির ভাবে সেটির মাথায় চুমু খেলেন তিনি।
শঙ্খচূড়ের রয়েছে মারাত্মক বিষ। একটু এদিক-ওদিক হলেই ঐ ব্যক্তির জীবন যেতে পারত। কিন্তু তার পরেও ঝুঁকি নিয়ে কেরামতি দেখানোয় সমাজমাধ্যমে তার সাহসিকতা নিয়ে বেশ চর্চা চলছে।
View this post on Instagram