রাজনীতি

শুভেন্দুকে ‘বাধা’ কেন দেওয়া হলো? রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

বাংলায় বেড়ে চলছে করোনার প্রকোপ যা স্বাভাবিক ভাবেই সবার মনে চিন্তার সৃষ্টি করেছে।তবে এই রকম পরিস্তিতেও কিছুতেই কমছে না বিজেপি এবং তৃণমূলের কংগ্রেসের সংঘাত।

গতকাল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাথে ( PM NARENDRA MODI ) এক মিটিংয়ে ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( CM MAMATA BANERJEE ) আর এখানেই একাধিক বিষয়ে মোদীজির কাছে রাজ্যপাল জগদীপ ধনকরের নামে নালিশ জানান। যদিও সেই মুহূর্তে একটা কথার উত্তরও দেননি রাজ্যপাল।

এবার গতকালের এই নালিশের রেশ ঠিক মতন কাটতে না কাটতেই রাজ্য সরকারের সাথে আবারও সংঘাতে জড়িয়ে পড়লেন।

এই দিন রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ( SUVENDU ADHIKARY ) একটি চিঠি রাজ্যপালকে দেন আর এই চিটির প্রেক্ষিতে এই ইস্যুতে রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজিকে ১০ জানুয়ারি ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই বিষয় নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে সরাসরি ভাবে টুইটও করেছেন তিনি।

Back to top button