রাজনীতি

CAA নিয়ে চিন্তিত আমেরিকা, মোদী ও ট্রাম্পের বৈঠকে এই ইস্যুর কয়েকটি বক্তব্য তুলে ধরবেন বলে জনালো হোয়াইট হাউস

আগামী সপ্তাহে ভারত সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ তুলবেন হোয়াইট হাউস জানিয়েছে এ কথা। একই সঙ্গে বলেছে, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য ও প্রতিষ্ঠানের ওপর আমেরিকার বিপুল শ্রদ্ধা রয়েছে।

ভারত সফরে আসছেন ডোনাল্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। ২৪ ও ২৫ তারিখ তারা আমেদাবাদ, আগ্রা, ও দিল্লি সফর করবেন।হোয়াইট হাউস জানিয়েছে, সেখানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে ট্রাম দু দেশের গণত্রান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতা তুলে ধরবেন। সংশোধিত নাগরিকত্ব আইন ও NRC নিয়ে কথা হবে কিনা সে ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক।তিনি জানান এ বিষয় নিয়ে আমেরিকাও খুবই চিন্তিত।

ওই আধিকারিক আরও জানান, গণতান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় সংখ্যালাঘুদের প্রতি সম্মানের জন্য ভারত আন্তর্জাতিক মহলে খুবই সম্মানিত।প্রধানমন্ত্রী গাত বাছৰ ভোট জিতার পর তার প্রথম ভাষণে জানান, কিভাবে দেশের ধর্মীয় সংখ্যা লাঘুদের নিয়ে এগিয়ে চলবেন।সেই সম্মানের জন্য গোটাবিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে।

Back to top button