রাজনীতি

পুরভোটে প্রার্থী হওয়ার নতুন সুযোগ দিলো বিজেপি, প্রাথী হতে পারবেন সাধারণ মানুষও

পুর ভোটকে সামনে রেখেই বিজেপি এক অভিনব উদ্যোগ নিলো। আসন্ন পুর নির্বাচনে দলীয় প্রার্থী হতে সাধারণ মানুষকেও সুযোগ দিতে চায় বিজেপি।এলাকায় পরিচিত রয়েছে এরকম সাধারণ মানুষ যিনি ওয়ার্ডের যানপেরিয়ো মুখও বটে। সেরকম কেউ যদি বিজেপির হয়ে প্রার্থী হতে চান তাহলে তিনিও আবেদন করতে পারেন। আবেদন পত্র বিচার করে দেখবে দল। আবেদন জমা দেওয়ার জন্য একটি ড্রপ বাক্স দেওয়া হয়েছে রাজ্য দপ্তরে।

সামনেই কলকাতা ও হাওড়া- সহ রেজ্জের সপ্তআধক পুর সভার নির্বাচন।২০২১ সালামের বিধানসভা ভোটার আগে এই নির্বাচন বাং বিজেপির কাছঁড়ে কার্যত সেমিফাইনাল।তাই পুর ভোটকে সামনে রেখে আরও মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন নরেন্দ্র মোদী।

‘আর অন্যায় নয়’- এই প্রচার কার্মসূচির সূচনা হচ্ছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা, বেহাল নারী সুরক্ষা ও শিখ্যা নৈরাজ্য ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে স্যোশাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালানো হবে।এই কর্মসূচির দ্বারা বিজেপি ৫ কোটি ভোটারের সাথে যোগাযোগ স্থাপন করবেন।সেই সাথে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনকে জোরদার করতে একটি ক্ষোভপত্র তৈরী করছে রাজকজ বিজেপি।

Back to top button