লাইফস্টাইল

কানের ভেতরে কিছু ঢুকে গেলে সাথে সাথে কি করবেন জেনেনিন

কানের ভেতরে কিছু ঢুকলে তার অস্বস্তিকর অনুভূতির সঙ্গে কোনোকিছুর তুলনা হয় না। ছোট্ট একটি পিঁপড়া কানের ভেতর ঢুকলে মনে হতে পারে যে, পাহাড়সম কিছু বুঝি দৌড়ে বেড়াচ্ছে! এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন প্রায় সবাই। শুধু পিঁপড়াই নয়, কানের ভেতর ঢুকে যেতে পারে অন্য কোনো পোকাও। আবার অনেক সময় কান চুলকাতে গিয়ে অসাবধানে কাঠি ভেঙে থেকে যেতে পারে কানের ভেতরেই। শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে।

কানের ভেতরে যদি ম্যাচের কাঠি, পুঁতির দানা, বল বিয়ারিং, মুরগির পালক, পেনসিলের শিস, কটনবাড বা তুলার অংশ, ফলের বীজ, মুড়ি, ধান চিড়া ইত্যাদি ঢোকে তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হতে পারলেও ক্ষতি নেই। কিন্তু যদি জীবন্ত কোনো পোকা যেমন মশা-মাছি, পিঁপড়া বা অন্য কিছু ঢুকে যায় তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জেনে নিন কানের ভেতরে কিছু ঢুকে গেলে কী করবেন-

টর্চ লাইট জ্বেলে ধরুন

যদি কানের ভেতরে জীবন্ত কোনো কিছু যেমন মশা-মাছি, তেলাপোকা, পিঁপড়া বা অন্য কোনো পোকা ঢুকে থাকে তবে টর্চ লাইট জ্বেলে ধরে রাখুন। জীবন্ত পোকামাকড় আলোর প্রতি সংবেদনশীল হয়। তাই আলো দেখে বের হয়ে আসতে পারে। এভাবে কিছুক্ষণ ধরে অপেক্ষা করুন। যদি না বের হয় তবে অন্য ব্যবস্থা নিতে হবে।

Back to top button