লাইফস্টাইল

Recipe: ভাতের সঙ্গে খান চিংড়ি মাছের ভাপা পিঠা, শিখেনিন বানানোর সেরা রেসিপি

চিংড়ি মাছ খেতে আমরা সকলেই পছন্দ করি। কিন্তু চিংড়ি মাছের ভাপা পিঠে। এই রান্নাটা অনেকেই জানেনা বাড়িতে অতিথি আপ্যায়ন হোক কিংবা নিজেদের স্বাদ বদলানোর জন্য হোক একবার বানিয়ে ফেলতে পারেন চিংড়ি মাছের ভাপা পিঠা। চিংড়ি ভাপা অনেকেই খেয়েছেন কিন্তু চিংড়ি মাছের পিঠে অনেকেই খাননি। চটজলদি বানিয়ে ফেলতে পারেন এই অসাধারণ রেসিপি।

উপকরণ -»
চিংড়ি মাছ ৫০০ গ্রাম
নারকেল বাটা দুই টেবিল চামচ
সরষে বাটা দুই টেবিল চামচ
পোস্ত বাটা এক টেবিল চামচ
কাঁচা লংকা কুচি স্বাদমতো
হলুদ গুঁড়ো এক চা চামচ
ধনেপাতা কুচি এক কাপ
নুন স্বাদমতো
সরষের তেল এক কাপ

প্রনালী -»
চিংড়ি মাছ ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিতে হবে। এরপর একটি টিফিন বক্সে তেল মাখিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে বক্সে দিতে হবে। এরপর একটি হাঁড়ি বা বড় পাত্র নিয়ে তার মধ্যে টিফিন বক্স রাখতে হবে। প্রথমে পাত্রে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে, তারপর টিফিন বক্স বসাতে হবে। ২০ মিনিট ভাপে রেখে তারপর সাবধানে নামিয়ে কেটে কেটে গরম গরম পরিবেশন করুন চিংড়ির ভাপা পিঠা।

Back to top button