লাইফস্টাইল

সাবধান! রান্নাঘরের যেসব উপাদানগুলো রূপচর্চায় ক্ষেত্রে এড়িয়ে চলবেন

সবজির খোসা হোক কিংবা আধ খাওয়া কলা, চট করে মুখে মেখে নেয়া অনেকেরই অভ্যাস। রূপচর্চায় রান্নাঘরে হানা দেয়না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ডিম, দুধ, মধু, ডাল বাটা কি আর বাদ থেকে যায় ঘরোয়া পরিচর্যায়। কিন্তু না জেনে সব উপকরণই ব্যবহার করা উচিত নয়, এতে হিতে বিপরীত হতে পারে। চলুন জেনে নেই রান্নাঘরের কোন উপাদানগুলো রূপচর্চায় এড়িয়ে চলবেন-

ভিনিগার

অতিরিক্ত অ্যাসিডের মাত্রা থাকায় ভিনিগার মুখে মাখা একদমই উচিত নয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে, পোড়াভাবও হতে পারে। তাই ভিনেগার ব্যবহারে ত্বকের উপকারের বদলে হতে পারে ক্ষতি।

লেবু

লেবু ভিটামিন সি এর আঁধার হলেও সরাসরি মুখে মাখলে একদমই উপকার পাবেননা উল্টো ত্বকে হবে জ্বালাপোড়া। তাই ত্বকে লেবু সরাসরি ব্যবহার থেকে থাকতে হবে বিরত। বরং লেবু ত্বকে না মেখে খেয়ে নিন, উপকার পাবেন।

তেল

রাঁধতে রাঁধতে রান্নার তেলটাও যেন চট করে মুখে মেখে নেবেন না। মুখের সব লোমকূপ বন্ধ হয়ে মুখে র্যাশ, গোটা হয়ে ত্বকের বারোটা বাজতে বাকি থাকবেনা।

Back to top button