শিশুর শোয়ার ঘর কেমন হওয়া উচিত, জেনেনিন বিস্তারিত
একটি সন্তান জন্ম নিলে পরিবারের সকলে যেন খুবই খুশি হন। সারাক্ষন মেতে থাকেন ওই সন্তানকে নিয়ে।যার ফলে ওই সন্তানটিকে ঠিক মতো খাওয়ানো ও ঘুম পাড়াতে যেন ভুলেই যান বড়োরা। জানেন কি, একটি শিশুকে যেমন আদোরে রাখা উচিত ঠিক তেমনি সঠিক সঠিক সময়ে খাওয়ানো ও ঘুম পারানো উচিত ।কিন্তু কেমন হবে শিশুর শোয়ার ঘর? আসুন তাহলে জেনে নেওয়া যাক-
১-শিশু যেই ঘরে থাকবে ওই ঘরে যেন সূর্য্যের আলো ঠিকঠাক পায় সেদিকে খেয়াল রাখা উচিত। বিশেষ করে সকাল বেলার দিকে ।
২-শিশু যেই ঘরে থাকবে ওই ঘরে আসবাবপত্রের রং যেন হালকা হয়। এমনকি শিশুর খেলনাও যাতে হালকা রঙের হয়।
৩-আপনার যেদিকটা মনে হবে যে এখানে ঘুমালে শিশু ভালো থাকবে, তাহলে সেদিক করে শিশুকে ঘুম পাড়িয়ে রাখুন।
৪-শিশু যে বিছানায় ঘুমাবে তার উল্টোদিকে যেন একটা জানালা থাকে আর সেদিক দিয়ে যেন হাওয়া আসে । কারণ, শিশু ঘুমোনোর সময় ওই জানালাটা খুলে দিলে হালকা হাওয়া এলে তাতে শিশুর আরাম লাগবে।