লাইফস্টাইল

সুন্দর সম্পর্ক তছনছ করতে পারে এসব ভুলগুলো

একটি সুন্দর সম্পর্ক সহজে গড়ে ওঠে না।তার জন্য দরকার অনেক ধ্যৈর্য ও অনেক সময়ের।তবে সেই সুন্দর সম্পর্ক ভাঙতেও সময় লাগে না।এক নিমেষেই সেটা ভেঙে যেতে পারে,একটু ভুলের জন্যই।কি কি এই ছোটোখাটো ভুলগুলো-

১।ছোটখাটো ভুল নিয়ে কথা বলা বন্ধ করুন
বড়ো কিছু পাওয়ার জন্য ছোটোখাটো সমস্যা গুলোকে ত্যাগ করে ভালো।যেমন-আপনি আপনার সঙ্গীর পোশাক-আশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া-সব বিষয় নিয়ে কথা বলার দরকার নেই।
২।চাকরিকে বড় করে দেখবেন না
আপনার চাকরি অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে চাকরি নিয়েই পড়ে থাকবেন না। সবসময় কাছের মানুষটির সঙ্গে চাকরি নিয়ে কথা বলবেন না।
৩।বিশ্বাস করতে শিখুন
ভালোবাসা ছাড়া যেকোনো সুষম সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। অনিশ্চয়তায় ভুগবেন না। যাকে প্রেয়সী করতে চাচ্ছেন বা যার প্রিয় হতে যাচ্ছেন, তাকে নিয়ে প্রতিনিয়ত বিস্মিত হওয়া যাবে না। তাকে বোঝার চেষ্টা করুন।
৪।সম্পর্ককে এগিয়ে নিন
আপনি কারো সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন। তারপর সে সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে প্রতিটি পদক্ষেপে সতর্কভাবে এগিয়ে যান। তাঁর সঙ্গে প্রথম দিন সময় কাটানোর পর দ্বিতীয় দিনটিও সফলভাবে কাটান। আপনার মা-বাবার সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিন। এভাবে সম্পর্ককে একটু একটু করে এগিয়ে নিন।

Back to top button