লাইফস্টাইল

জিহ্বায় ফাটল দেখা দিলে,কি করবেন

অনেকেরই জিহ্বায় ফাটল ধরতে দেখা যায়।তবে এটিকে অনেকে সাধারণ ব্যাপার মনে করলেও খুব একটি সাধারণ ভাবে ধরা ঠিক নয়।জিহ্বায় একের বেশি খাঁজকাটা দাগ বা ফিসার দেখা যায়। জিহ্বার উপরিভাগের খাঁজ বা ফাটলগুলো অগভীর বা গভীর হতে পারে।আবার অনেক রোগীদের ক্ষেত্রে ফিসারযুক্ত জিহ্বার সঙ্গে ফলেট প্যাপিলার প্রদাহ দেখা যায়, যা ফলেট প্যাপিলাইটিস নামে পরিচিত। জিহ্বার ফলেট প্যাপিলার প্রদাহ ডায়াবেটিস নিউরোপ্যাথি, ওরাল ক্যান্সার, মুখের ঘা ও লিউকোপ্লকিয়ার কারণেও হতে পারে। তাই এ অবস্থায় জরুরি চিকিৎসা নিতে হবে। ফিসারযুক্ত জিহ্বার সাধারণ ক্ষেত্রে কোনো চিকিৎসা নিতে হবে না।

Back to top button