লাইফস্টাইল

কোন কোন খাবারে কী কী উপাদান রয়েছে!আপনার জানা আছে কি?

আমরা বিভিন্ন খাবার প্রতিদিন খেয়ে থাকি।তবে কোন কোন খাবারে কি কি উপাদান রয়েছে,তা সম্বন্ধে আমাদের জানা আছে কি?চলুন তবে আজকে জেনে-
১।কার্বোহাইড্রেট
চাল,আটা,ময়দা,মিষ্টি,মধু,আম,আলু,মিছরি ও গুড়,চিড়া ইত্যাদিতে এই কার্বোহাইড্রেট থাকে।যা আমাদের দেহ গঠন ও সংরক্ষণের প্রধান উপাদান।
২।প্রোটিন
শরীরের জন্য বিশেষ উপকারী প্রোটিন।প্রোটিন শরীরের বৃদ্ধি,গ্রোথ ও মেধা বাড়ানোর জন্য সহায়ক।মাছ,মাংস,ডিম্,সয়াবিন,চিজ ও কাঠবাদামে থাকে পর্যাপ্ত প্রোটিন।
৩।ফ্যাট বা চর্বি
শরীরের এনার্জি ও কাজের উৎসাহ বাড়ানোর জন্য ফ্যাট ভীষণ দরকার।মাংসের চর্বি,মাখন, হোল মিল্ক, আইসক্রিম, বাদাম, তেল, ঘি, বনস্পতি, নারকেল তেল প্রভৃতি প্রচুর পরিমাণে চর্বি রয়েছে।
৪।মিনারেলস
পেশির সংকোচন,হাড় ও দাঁতের সুস্থতা,রক্তচাপ নিয়ন্ত্রণ,আমিষ গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা, এসব এর জন্য শরীরে মিনারেলস খুব প্রয়োজন।মাছ, শুকনো খাবার, মোওয়া, শুকনো ফল, সরষে, সবজি, সবুজ শাক, মোচা, কাঁচকলা, ডুমুর, খাদ্যলবণ প্রভৃতিতে মিনারেলস রয়েছে।

Back to top button