লাইফস্টাইল

এসব লক্ষণেই বুঝে নিন আপনার থাইরয়েড হরমোন কমে যাচ্ছে কিনা

মানব দেহের থাইরয়েড গ্রন্থির কাজই থাইরয়েড হরমোন তৈরী করা।শরীর থাইরয়েড হরমোন কমে গেলেই একে হাইপোথাইরয়েডিজম বলে। এই হরমোনের ঘাটতি দেখা দিলে বিভিন্ন সমস্যায়ও দেখা যায়।

এই হরমোন ঘাটতির কিছু লক্ষণ রয়েছে -এই হরমোন কমে গেলে শরীর দুর্বল ও অবসন্ন লাগে। যারা এ সমস্যায় ভোগেন, তারা একটু কাজ করার পরই ক্লান্তবোধ করেন।ঘুমানোর সময় কোনো শক্তি পান না।এছাড়া বাড়তি ওজন বেড়ে যাওয়া।

এই হরমোন কমে যাওয়ার আর একটি লক্ষণ হলো চুল পড়া,পেশির ব্যথা ও অবসন্নতা সৃষ্টি হয়,কোষ্ঠকাঠিন্য হওয়ার একটি বড় কারণ হলো শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি।হজমে গন্ডগোল দেখা যায়।মানসিক বিষন্নতাও শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হওয়ার আরেকটি উপসর্গ।এবং স্মৃতিশক্তিও হ্রাস পায়।

Back to top button