খেলা

সতর্কতা পালনের ফলে রানের গতি কমছে পূজারাদের, কড়া বার্তা দিলেন কোহলির

অতিরিক্ত সতর্ক হতে গিয়ে বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা ভালো করে ব্যাটিংই করেননি।বলের পর বল হয়ে যাওয়ার পরেও সেভাবে রান ওঠেনি।এরফলে রানের দিক দিয়ে ভারতের ইনিংস কোনো সময়েই গতিশীল ছিলনা।ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচের আগে চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানদের উদ্দেশ্যে ভারতীয় দলে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি জানান, “তাদেরকে সতর্কতার খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আস্তে হবে”।

ভারত দুটো ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছেন।দ্বিতীয় টেস্টটি তাদের কাছে মরণ বাচোনের।কোহলি জানান, তার মনে হয় ব্যাটিং বিভাগের ভাষা বদলে ফেলতে হবে।কেননা অতিরিক্ত সতর্কতার কারণে তারা শার্ট খেলাও বন্ধ করে দিয়েছে, যা মোটেও ভালো দিক নয়।

তার ববলেছেন, আমরা যদি কন্ডিশন নিয়ে বেশি চিন্তা ভাবনা করি তবে ব্যাটিং থেকে ফোকাস সরে যাবে।কোহলির এইসব বার্তায় কি বদলাবে পূজারাদের ব্যাটিং।কোহলি, পূজারা, রাহানদের কাছ থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা খুবই আগ্রাসী মনোভাব নিয়ে আছে।

Back to top button