ভিডিওতে ওয়াটারমার্ক যুক্ত করবে ইউটিউব শর্টস, অবশ্যই জেনেনিন

আপলোড করা ভিডিওতে শিগগিরই ওয়াটারমার্ক যুক্ত করতে যাচ্ছে ইউটিউব শর্টস। মূলত অন্যান্য প্লাটফর্মে একই ভিডিও পুনরায় পোস্ট করা বন্ধে এ উদ্যোগ নিতে যাচ্ছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। খবর গিজচায়না।
বর্তমানে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম হিসেবে টিকটকের জনপ্রিয়তা তুঙ্গে। এর পরিপ্রেক্ষিতে অন্যান্য ইন্টারনেট প্রতিষ্ঠানগুলো তরুণদের মধ্যে শর্টস ভিডিওর তুমুল জনপ্রিয়তার বিষয়টি দেখতে পায়।
এর পরিপ্রেক্ষিতে তারা বিকল্প সমাধান নিয়ে আসে। কেননা তারা জানে যে কনটেন্ট নির্মাতারা তাদের কনটেন্টগুলো বারবার পোস্ট করেন। উদাহরণস্বরূপ ইনস্টাগ্রাম রিলসে থাকা একাধিক ভিডিও টিকটকেও দেখা যায়।
ইউটিউব ডেভেলপারদের তথ্যানুযায়ী, ওয়াটারমার্ক ব্যবহারের সিদ্ধান্তটি নেয়ার মূল কারণ হচ্ছে, বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করা হলেও যেন ফাইলটি মূল আপলোড স্থানে দেখা যায়। পারতপক্ষে এর মাধ্যমে সাইটের মালিক তাদের পরিষেবার বিস্তার ঘটাতে চান। ২০২০ সালে ইউটিউব প্রথম শর্ট ভিডিও প্রকাশ্যে আনে। প্লাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ১৫০ কোটি ছাড়িয়েছে।
অন্যদিকে গুগল সম্প্রতি ইউটিউব ভিডিওর ভিউয়িং স্কেল পরিবর্তনে নতুন ফিচার নিয়ে কাজ করছে। পিঞ্চ টু জুম নামের ফিচারটি পরীক্ষামূলকভাবে আগামী ১ সেপ্টেস্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। একজন ব্যবহারকারী পিঞ্চ বা দুই আঙুল দিয়ে ম্যাপ জুমিংয়ের মতো ভিডিওতে জুম করতে পারবেন। তবে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়া ব্যবহারকারীরাই পরীক্ষামূলক ব্যবহারে অংশ নিতে পারবেন।







