লাইফস্টাইল

ব্লক ছাড়াই হার্ট অ্যাটাক সম্পর্কে সবার অবশ্যই জেনে রাখা উচিত

আমরা সাধারণত জানি,হার্ট অ্যাটাক এর মূল কারণই হলো হার্ট ব্লক।তবে এখন গবেষণায় জানা গেছে,হাত ব্লক ছাড়াও হার্ট অ্যাটাক হয়ে থাকে।বিশেষ করে যারা অল্পবয়স থেকে মাদকদ্রব্য পান করেন তাদের কোনো রিস্ক না থাকলেও তাদের বুকে ব্যথা রয়েছে ও তাদের হার্ট অ্যাটাক হয়েছে।

তবে এনজিওগ্রাম করে দেখা যায়,তাদের হার্ট নরমাল পাওয়া যাচ্ছে। তাদের আসলে এক ধরনের করোনারি স্পাজম হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে।

তবে হার্ট হয়েছে এমন রোগীকে পরীক্ষা করে দেখা যাচ্ছে তাদের হার্টে কোনো ব্লক নেই।কেন এমন হচ্ছে এর মূল কারণ হলো য়োকার্ডিয়াল ইনফ্রাকশন নো অবস্ট্রাকটিভ করোনারি অ্যাথেরোসক্লেরোসিস (মিনোকা)।

Back to top button