লাইফস্টাইল

কোমর ব্যথায় কি কি করা উচিত

ব্যথার মধ্যে কোমর ব্যথা কম বেশি সবারই হয়ে থাকে।কোমর ব্যথা বিশেষ করে পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়।এই ব্যথা থেকে রক্ষা পেতে কোমরে বেল্ট এবং আরো কতকিছুই না করে থাকে।ব্যথানাশক ওষুধ ও সেবন করে থাকে।তবে তারপরেও যখন কোনো আরাম হয় না।তখন কি করবেন-

কি করণীয়-কোমর ব্যাথায় হালকা ম্যাসাজ করে দিতে হবে রোগীকে।এবং হালকা গরম জল দিয়ে ম্যাসাজ করা ভালো।ব্যথা খুব মারাত্মক হলে অল্প কিছু দিন বিশ্রাম এবং সহায়ক হিসেবে লম্বর ট্রাকশন অথবা লম্বর করসেট/বেল্ট ব্যবহার করতে দেয়া যেতে পারে, তবে কখনই একটানা ২ সপ্তাহের বেশি নয়।

এছাড়াও কোমর ব্যথায় ডাক্তারের কাছে না যেতে হলে নিয়মিত ব্যায়াম করুন,ওজন নিয়ন্ত্রণ রাখুন ও পর্যাপ্ত ভিটামিন গ্রহণ করুন তাহলেই অনেক সুস্থ থাকবেন এবং যেকোনো ব্যথা থেকেই দূরে থাকতে পারবেন।

Back to top button