খেলা
BigNews: করোনা আতঙ্কে ভারতে বন্ধ ক্রিকেট ও সব ফুটবল ম্যাচ

চীনের পর বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশের করোনা আঘাত হেনেছে।যা বিশ্বের মধ্যে একটি মহামারীর আকার ধারণ করে ফেলেছে।ভারতে এই ভাইরাসকে ঠেকাতে ভারত সরকার এক সতর্কতা জারি করেছে।যে দেশে কোনো জায়গায় মানুষের জমায়েত তৈরী করা যাবে না।তাই বাতিল করা হয়েছে ইস্ট-মোহন ডার্বি।পিছিয়ে গিয়েছে আইপিএল।আজ, গোয়ায় দর্শক শূন্য মাঠে আইএসএল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই পরিস্থিতিতে যাবতীয় ফুটবল ম্যাচ বাতিল করে দিলো এআইএফএফ। ৩১ মার্চ পর্যন্ত কোনো ম্যাচ হবে না দেশের মধ্যে।এদিকে আবার বিসিসিআই ঘোষণা করে দিয়েছে, ভারতে কোনো রকম ঘরোয়া টুর্নামেন্ট হবে না। যা কিছু ম্যাচ হওয়ার কথা ছিল তা নিয়ে পরে জারি করা হবে বিজ্ঞপ্তি।