ভাইরাল ভিডিওনিউজবিনোদন

Viral:‘কাঁচাবাদাম’ গানে ভিডিও বানিয়ে ইউটিউবাররা কামাচ্ছেন লক্ষ লক্ষ টাকা, ভুবনের ঝুলিতে নেই কানাকড়ি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে বাদাম গান। এটি এখন লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে এইখানে, অনেক ইউটিউবাররা এসে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের কাছ থেকে বাদামের গান রেকর্ড করে নিয়ে গিয়ে কামাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। কিন্তু ভুবনের ঝুলিতে পড়ছে না কানাকড়িও। এই নিয়ে ভুবন অভিযোগ জানিয়েছেন। অভিযোগ জানানোর জন্য তিনি দ্বারস্থ হয়েছেন দুবরাজপুর থানায়। বিশ্বে প্রায় কয়েক মিলিয়ন মানুষ এখনো পর্যন্ত দেখে ফেলেছেন এই অসাধারণ বাদাম গানের ভিডিও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, রিলস সমস্ত জায়গায় এখন একজনই হিরো, তিনি হলেন বীরভূমের দুবরাজপুর এর বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার।

শুধু তাই নয়, ইউটিউবে তার গানের কপিরাইট দেখাচ্ছে। এমন অদ্ভুতুড়ে কাণ্ড দেখে সত্যিই প্রচন্ড বিরক্ত হয়ে আপাতত থানা দ্বারস্থ হয়েছেন ভুবন। মনেপ্রানে চান তার প্রাপ্য টাকাগুলো যেন তিনি ফেরত পান। এই ভাবে তাকে বঞ্চিত করাকে তিনি একদমই পছন্দ করছেন না। তবে তিনি ফেমাস হওয়ার কারণে এতটাই ভয় পেয়ে গেছেন, যে থানায় গেছেন হেলমেট পরে। তিনি ভাবছেন, কেউ যদি তাকে চিনে ফেলে কিডন্যাপ করে নিয়ে যায় তার বাদাম গান রেকর্ড করার জন্য। তবে থানাতে গিয়েও নিস্তার পাননি ভুবন। সেখানেও অনেক মানুষ ভিড় জমাল তার সঙ্গে শুধুমাত্র একটা ছবি তুলবেন বলে। রাতারাতি সেলিব্রেটি হয়ে বড়োসড়ো ফ্যাস্তাকলে পড়েছেন ভুবন।

আরেকবার শুনবেন নাকি ভুবনের সেই ভুবন জোড়া বিখ্যাত বাদাম গান, দেরি না করে চটপট শুনে ফেলুন –

Back to top button