তর সইছেনা আর পাত্র-পাত্রীর! পিপিই কিট পরেই সেরে নিলেন বিয়ে নব দম্পতি, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়
টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে নতুন বড় করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও সেরে ফেলছেন তার বিয়ে, নিয়ম করেই অগ্নিকে সাক্ষী রেখে ঘুরছেন সাতপাক। আর এই বিয়ের অনুষ্ঠান নিয়ে আপত্তি করেনি কোনও পক্ষই। ভাইরাল ওই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলামে। জানা যায় যে গত ১৯ এপ্রিল হবু বরের শরীরে ধরা পরে করোনা সংক্রমণ। আর সেই রিপোর্ট আসতেই বড় পক্ষের থেকে আটকানোর চেষ্টা করা হয় বিয়ের। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশী ও কোন পক্ষের অনুরোধে বিয়ের কার্য সম্পন্ন করে নাবা দম্পতি। আর সেই বিয়ের ভিডিও দেখে নেটিজেনরা তুলেছে প্রশ্ন। তবে যেহেতু পিপিই কিত্ পরে বিয়ে সম্পন্ন হয়েছে তাই করোনা সক্রমণ হওয়ার সম্ভাবনা নেই বলে সাফাই দিয়েছেন ওই পরিবারের লোক সহ অনেকেই।
#WATCH | Madhya Pradesh: A couple in Ratlam tied the knot wearing PPE kits as the groom is #COVID19 positive, yesterday. pic.twitter.com/mXlUK2baUh
— ANI (@ANI) April 26, 2021