রাশিফল

জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের দিন

আজ ৩১শে মার্চ ২০২২ (১৬ই চৈত্র) বৃহস্পতিবার, রাশি (Zodiac Sign) অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি-»

মেষ (ARIES): স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক উন্নতি ঘটতে চলেছে। বাড়িতে শুভ কাজের আদর্শ দিন। বুঝে-শুনে খরচ না করলে ব্যয় বাড়বে।

বৃষ (TAURUS): জমি ক্রয় ক্রয় বিক্রয়ের কাজে যুক্ত থাকবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতাই পদোন্নতিতে সাহায্য করবে। আপাতত যা পাচ্ছেন তাতেই সন্তুষ্ট থাকুন।

মিথুন (GEMINI): আজ ভরপুর এনার্জি বিচরণ করবে আপনার মধ্যে। অর্থ বিনিয়োগের আগে ভালো করে যাচাই করুন। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা বাস্তবায়িত করবেন।

কর্কট (CANCER): স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে মানসিক চাপ থাকবে। মনের মানুষের শখ পূরনে সবচেয়ে বেশি অর্থ খরচ হবে। ব্যবসায়ীরা মনমতো ফল পাবেন।

সিংহ (LEO): শারীরিক মনোবল বাড়াতে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারেন। গুরুজনের পরামর্শে ব্যবসায়ীরা উন্নতির দিকে এগোবেন। চাকুরীজীবীরা নির্ঝঞ্ঝাট পরিবেশে কাজ করবেন।

কন্যা (VIRGO): অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় বন্ধ করুন। অসুস্থতা থাকলে সেরে উঠবেন। ভ্রমণের পরিকল্পনা থাকলে আপাতত স্থগিত রাখা উচিত।

তুলা (LIBRA): আপনার নম্র ব্যবহারে সকলের প্রশংসা কুড়োবেন, কর্মক্ষেত্র সুনাম বাড়বে। কাছাকাছি কোথাও ভ্রমন মন ভালো করে দেবে। দাম্পত্য সুখ উপভোগ করবেন।

বৃশ্চিক (SCORPIO): কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ আপনার মেজাজ বিগড়ে দিতে পারে। বাড়ি ফিরে সন্তানদের প্রতি কোনোরূপ খারাপ আচরণ করবেন না। জীবন সঙ্গিনীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা সেরে ফেলুন।

ধনু (SAGITTARIUS): দীর্ঘদিনের অসুখ থেকে সেরে উঠবেন। স্ত্রীর কাজে গর্ব অনুভব করবেন। প্রেমিকার প্রতারণার শিকার হতে পারেন। অসুস্থতাই আপনাকে মানুষ চেনাবে।

মকর (CAPRICORN): ব্যবসায়ীরা সবদিক যাচাই করে তবেই বিনিয়োগ করুন। মিষ্টি কথায় কারো প্ররোচনায় পা দেবেন না। কোনো বন্ধুরূপী শত্রু আপনার ক্ষতি করতে পারে।

কুম্ভ (AQUARIUS): স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে না। কর্মক্ষেত্রে বেশ ফুরফুরে মেজাজে থাকবে। মনের মানুষের সঙ্গে তৈরি হওয়া দূরত্ব মিটে যাবে।

মীন (PISCES): ভালোবাসার মানুষের কাছ থেকে মূল্যবান উপহার পাবেন। গর্ভবতীরা বাড়তি সতর্কতা অবলম্বন করুন। স্ত্রীর সঙ্গে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সেরে ফেলুন।

Back to top button