সুরেলা কণ্ঠে অরিজিৎ সিংয়ের গান গাইলেন বাঙালি কন্যা, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়াতে
সংগীত জগতে একজন অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিৎ সিং। আর তার গানেই এখন মুখরিত সংগীত জগৎ। নিজের গানের কৌশল ও কণ্ঠ ব্যবহার করে অরিজিৎ সিং হয়ে উঠেছেন একজন কিংবদন্তি। আর এবার তার গাওয়া গানই গেয়ে ফেসবুকে ভাইরাল হলেন বাঙালি এক তরুণী।
বর্তমানে চলছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার ট্রেন্ড। আর সেই ট্রেন্ড ফলো করে শিশু -কিশোর -তরুণ -তরুণী করছে বিভিন্ন দক্ষতার ভিডিও আপলোড।
আর থি সেভাবেই বাংলার মেয়ে অরাত্রিকা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে অরিজিৎ সিংয়ের গান গেয়ে হলেন ভাইরাল। আর এবার সেই গাইলো অরিজিৎ সিংয়ের “বাতে ইয়ে কাভি না” গানটি। আর এই গানটি নিখুঁত সুরেলা কণ্ঠে গেয়ে তিনি তাকে লাগিয়ে দিয়েছেন সকলকেই।
<iframe style=”border: none; overflow: hidden;” src=”https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Faratrika21%2Fvideos%2F709524756471114%2F&show_text=0&width=261″ width=”261″ height=”476″ frameborder=”0″ scrolling=”no” allowfullscreen=”allowfullscreen”></iframe>
জানাগেছে আরাত্রিকার সংগীতের উপর আকর্ষণ ছোট বেলার থেকেই। শুধু সোশ্যাল মিডিয়া নয় তার খ্যাতি আছে সোশ্যাল মিডিয়ার বাইরেও।
তার নিজস্ব ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি তার সমস্ত গানের ভিডিও তার ফলোয়ারদের জন্য মাঝে মাঝেই আপলোড করেন। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা ৭৮ হাজার।