অফবিট

গোলাপের ওপর বিরল ব্লু পিট ভাইপার, বিষাক্ত সাপের ছবি দেখে অবাক নেটদুনিয়া

এ যেন এক অদ্ভুত দৃশ্য। যা দেখে অবাক হয়েছে সকলেই। সম্প্রতি এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়েছে পুরো নেট দুনিয়া। সারা বিশ্বে নীল রঙের সাপের সংখ্যা খুব কম। তাই ওই ভিডিওতে থাকা ব্লু পিট্ ভাইপার সাপের ভিডিওটি নজর কেড়েছে সবার।

ইতিমধ্যে সামাজিক মাধ্যমে পোস্ট হবার পর ভিডিওটি দেখে ফেলেছে ৫২ হাজারের বেশি মানুষ। ওই ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি একদম নিরীহ। কিন্তু বাস্তবে এই সাপটি মারাত্বক বিষাক্ত একটি সাপ। এই সাপের বিষ শরীরে ও বাইরে ঘটে ব্যাপক রক্ত ক্ষরণ।

সংবাদ মাধ্যমের তাহাও অনুযায়ী এই সাপগুলো হোয়াইট লিপড আইল্যান্ড পিট ভাইপারের প্রজাতিভূক্ত নীল বর্ণের।বিষাক্ত পিট্ ভাইপারের উপজাতি গুলি প্রকৃত পক্ষে হয় সবুজ রঙের। কিন্তু এরকম নীল রঙের সাপ খুবই বিরল।

এই প্রসঙ্গে মস্কো জু -র জেনারেল ডিরেক্টর সভেটলানা আকুলোভা জানিয়েছেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ যে, দুটি নীল রঙের সাপের মিলনে সবুজ রঙের সাপের জন্ম হতে পারে।

লাইফ অন আর্থ ট্যুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে অবিশ্বাস্য সুন্দর ব্লুপিত ভাইপার।

অস্ট্রেলিয়ান জিওগ্রাফিক অনুসারে এই ব্লু পিট্ ভাইপার একটি আগ্রাসী সরীসৃপ প্রাণী। এই সাপের বিষে হয় ব্যাপক যন্ত্রনা ফুলে যাওয়া ও শরীরের ভেতর ও বাইরে ঘটে যায় রক্ত ক্ষরণের মতো ঘটনা।

ইন্দোনেশিয়ার বালিতে এই সাপের কামড়ানোর ঘটনা মাঝে মাঝেই ঘটতে দেখা যায়।

Back to top button