বিলাসবহুল দামি গাড়ি উড়ছে আকাশে, অবিশ্বাস্য নতুন আবিষ্কারের ভিডিও দেখে অবাক বিশ্ব

দিব্যি ছিল একটি গাড়ি কিন্তু কিছুদূর যাওয়ার পরেই হয়ে গেলো বিমান। যারা হলিউডের কল্প বিজ্ঞানের ছবি দেখতে ভালোবাসে তাদের জন্য এই গাড়ি হবে দারুন পছন্দের। কল্পবিজ্ঞান ছেড়ে এবার এই গাড়ি সত্যিই এবার বিমানের মতোই সহজেই উড়ে যাচ্ছে আকাশে। আর এমনি এক গাড়ি অথবা বিমান তৈরী করেছে স্লোভাকিয়ার একটি সংস্থা। আর সেই সংস্থার তৈরী নতুন প্রযুক্তির গাড়ির ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই তা হয়ে গেছে তুমুল ভাইরাল।
গ্রাইটি নির্মাণ করেছে স্লোভাকিয়ার ‘ক্লিন ভিশন’ কোম্পানি তারা এই গাড়িটির নাম দিয়েছে ‘এয়ার কার’। আর এই গাড়িটি নির্মাণ করেছেন বিশিষ্ট প্রযুক্তিবিদ স্টিফান ক্লিন। তিনি এই গাড়ি নির্মাণ প্রসঙ্গে জানিয়েছেন যে নতুন এই গাড়িটি তৈরী করা ভিশন চ্যালেঞ্জের কারণ এই যানটিকে যদি যথেষ্ট ভাবে হালকা না করা হয় তা দীর্ঘক্ষণ আকাশে উড়তে পারবে না।
নতুন এই গাড়িটির ওজন ১০৯৯ কেজি। প্রায় ২০০ কেজি ওজন নিয়ে এই গাড়িটি সহজেই আকাশে উড়তে পারবে। আর এই গাড়ির বিশেষত্ব হলো এই গাড়িটি গাড়ি থেকে বিমানে রূপান্তরিত হতে সময় নেয় মাত্র ৩ মিনিট। আর এই গাড়িটি নিয়ে আকাশে ওড়ার জন্য গাড়িটিতে বসার ব্যবস্থা করা হয়েছে ২ জনের।
সম্প্রতি এই নতুন গাড়িটির প্রথম উড়ান সাফল্য লাভ করেছে। প্রথমবার উড়ানেই এই এয়ার কারটি অতিক্রম করেছে ১৫০০ ফুট। আর এই গাড়িটির প্রথম উড়ানের ভিডিও এহন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
এই গাড়িটি সম্পর্কে বোয়িং এক্সপার্ট ডক্টর ব্র্যাঙ্কো বলেছেন এয়ার কার আগামীদিনে মানুষের পরিবহনের ক্ষেত্রে হতে চলেছে সঠিক সমাধান।স্লোভিক্যান ওই গাড়ি নির্মাণ করি সংস্থা জানিয়েছে আগামী ৬ মাসের মধ্যে বাজারে নিয়ে আসা হবে এই গাড়িটি।