অফবিট

অবিশ্বাস্য! মাঝ আকাশেই দিলেন প্লেন থেকে ঝাঁপ, ১০৩ বছরের বৃদ্ধ করলেন রেকর্ড

আমরা জীবনে ব্যস্ত থাকি আমাদের দৈনন্দিন কাজ নিয়েই। জীবনটাকে আমরা কতজনই বা উপভোগ করতে পারি। অনেকেই বলে মানুষের নাকি সমস্ত শখ ও ইচ্ছে ৪০ পর্যন্তই। তবে এবার সেই কথাকে ভুল প্রমাণিত করে ১০৩ বছরের এক বৃদ্ধা করলেন নতুন রেকর্ড। তবে এক্ষেত্রে সেই বৃদ্ধা কেএখানে যুবক বলাই শ্রেয় হবে। কারণ সদ্য পরিণত হওয়া যুবকের মতোই সে নিজের ইচ্ছে শক্তির মাধ্যমে নিজেকে মেলে ধরলেন মাঝ আকাশের মাঝেই।

আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের উচ্চতা নিয়ে কোনও ভয়নেই। তবে তাদের মধ্যে অনেকেই আছেন যারা দু হাত ছাড়িয়ে আকাশে ওড়ার সাহস দেখতে পারেন না। আর সেখানে মার্কিন মুলুকের ১০৩ বছরের এক বৃদ্ধ সেই দুঃসাহসিক কাজ করলেন এক মুহূর্তেই চোখে মুখে তার নেই কোনো ভয়ের ছবি। আর এই কাজ করেই তিনি নাম লেখালেন গিনেস বুক অফ রেকর্ডে।

দুঃসাহসে পরিপূর্ন ওই বৃদ্ধের নাম আলফ্রেড আল বাস্কি। তিনি কোনো রকম ভয় ছাড়াই হাসি হাসি মুখ নিয়েই আকাশে দাপিয়ে বেড়ালেন মাটি থেকে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায়। তবে সবচেয়ে আশ্চর্য ও মজার বিষয় হলো তিনি নিজেও জানতেন না যে তিনি অজান্তেই করে ফেলেছেন বিশ্ব রেকর্ড।

ওই বৃদ্ধর এই দুঃসাহসিক স্কাইডাইভিংয়ের পেছনে রয়েছে মজার একটি ঘটনা। আর সেটি হলো এই বৃদ্ধা তার দুই নাতিকে কথা দিয়েছিলেন তাড়া যখন গ্রাজুয়েট হয়ে যাবেন তখন তিনি আকাশ থেকে লাফ দেবেন। আর দাদু তার নাতিকে দেওয়া কথা রাখলেন সেই সাথে পরিচয় দিলেন তার সাহসিকতার।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ পেতেই মুহূর্তেই হয়ে গেছে ভাইরাল। নেটিজেনরা বৃধ্যের সাহসিকতার প্রসঙ্গ করছে নিচের কমেন্টস বক্সে।

Back to top button