Viral: স্বামীর নামে কপালে ট্যাটু করিয়ে ভাইরাল স্ত্রী, নেটিজেনরা করছে সমালোচনা
মানুষ ভালোবাসার জন্য কত কিছুই না করে। কেউ কেউ ভালোবাসা প্রকাশের জন্য হাত কেটে প্রেমিক-প্রেমিকার নাম লেখে। আবার কেউ হাতে ট্যাটু করিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করে থাকে।
এবার ভারতীয় এক নারী স্বামীকে ভালোবেসে তার নামে কপালে ট্যাটু করিয়েছেন। বেঙ্গালুরুর একটি ট্যাটু পার্লার সম্প্রতি তাদের ইনস্টাগ্রামে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে।
‘ট্রু লাভ’ লেখা ক্যাপশনের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর বাসিন্দা ওই নারী তার স্বামীর নামে কপালে ট্যাটু করাচ্ছেন। প্রথমে তার কপালে ‘সতীশ’ লিখেন ট্যাটুশিল্পী। এরপর শুরু হয় ট্যাটু করার কাজ।
ভিডিওটি পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এ ধরনের ভিডিও প্রকাশ করায় নেটদুনিয়ায় তীব্র সমালোচনা হচ্ছে। একজন লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটা ডিজলাইক বাটন হলে খুব ভালো হতো।’
কেউ মন্তব্য করেছেন, ‘এই কাজ বোকামি ছাড়া আর কিছুই নয়। প্রকৃত ভালবাসায় কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না। একে অপরের প্রতি যত্ন, স্নেহ ও সম্মানের মাধ্যমেই তা প্রকাশ পাবে।’
এমন ঘটনায় রীতিমতো অবাক নেটিজেনরা। অনেকেই মনে করেন ভাইরাল হওয়ার জন্য এটা করেছেন ঐ নারী।
সূত্র: এনডিটিভি