প্রায় তিন মাস অতিক্রান্ত হতে চললো সুশান্তের মৃত্যুর। মৃত্যুর পর এখনো ভাইরাল হয়ে চলেছে সুশান্তের কিছু পুরোনো ভিডিও। সুশান্তের হাসি -কান্নার ও মজার ছবি উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে বারে বারে।
সম্প্রতি মোটর বাইকে চড়ে ঝিলের সৌন্দর্য উপভোগ করার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও ক্লিপের স্মির্তি মন থেকে মুছে যেতে না যেতেই এবার এসে গেলো নতুন ভিডিও। আর এই ভিডিওটি সুশান্তের আর একটি খুশির মুহূর্তের ভিডিও।
ওই ভিডিওটি সুশান্তের একটি ফ্যান পেজে পোস্ট করেছেন তার ফ্যানেরা। ভিডিওটিতে সুশান্তকে খুনসুটি ও মজা করতে দেখা যাচ্ছে। তিনি সেই ভিডিওতে বন্ধুদের সাথে মেতেছেন হুল্লোড়ে। আর সেখানে ক্যামেরার উপস্থিতি উপভোগ করছেন তিনি নিজেই। সেই ভিডিওতে বন্ধুর ঘেটে দেওয়া চুল ঠিক করছেন নিজেই। ক্লিপের ব্যাকগ্রাউন্ডে সেট করা রয়েছে ‘অগ্নিপথ’ রিমেকের ‘অভি মুঝ মে কহি’ গানটি।
সুশান্তের সারল্যপূর্ণ প্রাণ খোলা হাসির একটি নিদর্শন পাওয়া গেলো নতুন করে ভাইরাল হওয়া এই পুরোনো ভিডিও ক্লিপে। আর এই মজার খুনসুটির ভিডিও এটাই প্রমান করে যে তিনি আর ৫ জন তারকাদের থেকে একদম আলাদা ছিলেন।