অফবিট

নারী সঙ্গীকে কাছে পেতে ব্যাঙদের মধ্যেও হয় তুমুল লড়াই, শেষে মিলিত হবার সুযোগ পায় শক্তিশালী ব্যাঙ

এইমুহূর্তে বিশ্বের সবথেকে বড় ব্যাঙ হলো গোলিয়াথ ব্যাঙ !এই ব্যাঙের আর একটি পরিচয় হলো একে অনেকেই ডাকে ‘গোলিয়াথ বুলফ্রগ’ বা ‘জায়ান্ট স্লিপারি ফ্রগ’ নামে। এই গোলিয়াথ ব্যাঙের দৈর্ঘ ৩২ সেমি আর ওজন হয় ৩ কেজির বেশি। এই ব্যাঙ দেখা যায় আফ্রিকার যদি তীরবর্তী অঞ্চলে।

বর্ষাকালে এই দৈত্যকার ব্যাঙ গুলি মাটির তোলা থেকে বের হয়ে আসে। আর এই ব্যাঙ গুলি হলো আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ব্যাঙ। আর দেখতে দৈত্যকার আকৃতির গোলিয়াথ ব্যাঙ গুলি খুবই আক্রমনাত্বক। এই প্রজাতির পুরুষ ব্যাঙেরা মারামারির মাধ্যমে তাদের আধিপত্য বিস্তার করে। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষ সর্বাধিক নারীর সাথে মিলিত হবার সুযোগ পায়। আর এই ব্যাঙ দোলে নারীর সংখ্যা কম থাকার কারণে তাদের মধ্যে প্রতিযোগিতা মারাত্বক আকার ধারণ করে।

তারা পরস্পর একে অপরকে সজোরে ধাক্কা মারে ও কামড় দিয়ে দূরে সরিয়ে দেয়। আর এই কথা গুলো শুনে হয়তো আপনার মনে হতে পারে এই পুরুষ ব্যাঙ গুলি হতে পারে নির্দয় প্রকৃতির। তবে শুনলে অবাক হবেন এই ব্যাঙ গুলি হলো আবার খুবই যত্নশীল বাবা।

প্রজনন শেষে বিদ্যা নেয় সব ব্যাঙ। তাদের মধ্যে একটি পুরুষ ব্যাঙ দায়িত্ব নেয় তাদের ব্যাঙাচিদের দেখা শোনা করার জন্য। আর তখন সে শুধু নিজের বাচ্চাই নয় দেখা শোনা করে বাকি বাচ্চাদের। জুলাই ও আগস্ট মাস এদের মিলনের সময়। সঙ্গম শেষে পুরুষ ব্যাঙটি চলে যায়। তখন নারী ব্যাঙ নিজের দায়িত্বে যত্ন নিতে থাকেন ডিমের। আর তখন ের অগভীর জলাশয়ে থাকে। আর পাঁচ দিনের মধ্যে তারা প্রায় ১০ হাজার ডিম্ দিয়ে দেয়। আর এদের ডিম্ গুলোর আকৃতিও অনেক বড় ধরণের হয়।

Back to top button