অফবিট

বাড়িতে থেকে কাজ করছেন বিজ্ঞানী, সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায় কিন্তু কেন ?

বিশ্ব ত্রাস করোনা ভাইরাস সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে ঘরে থেকেই কাজ করতে বাধ্য করেছে। আর সেই বাড়িতে কাজ আর ঘর সামলানোর অনেক ভিডিও ও ছবি হয়েছে নেট দুনিয়াতে ভাইরাল।

কারণ ভিডিও ও ছবি গুলো দেখে বোঝার উপায় নেই ব্যক্তিটি বাড়িতে আছে না অফিসে। এমনি এক বিজ্ঞানী তার ঘরে বসে কাজ করার একটি ছবি প্রকাশ করতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

কারণ ওই বিজ্ঞাগ্নি বাড়ি থেকেই একটি মিটিং করছিলেন অনালাইনে ল্যাপটপের সাহায্যে।

বিজ্ঞাগ্নির নাম গ্রেটেন গোল্ডম্যা। তিনি পরিবেশ নিয়ে গবেষণা করেন। তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে যোগ দেন সিএনএনের একটি ভিডিও আলোচনাতে।

আর সেই সময় তিনি ছিলেন ড্রয়ইং রুমে ও সেখানে সুন্দর একটি সোফাতে বসে ব্যস্ত ছিলেন আলোচনাতে।ও টেবিলের উপর ল্যাপটপ রেখে তিনি যোগ দেন মিটিং এ। তারপওর সেই ছবি তিনি আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তিনি খেয়াল করেননি যে ছবিটিতে দেখা গেছে তার ঘর এলোমেলো। আর তিনি ব্লেজারের নিচে একটি শর্টস পড়ে ছিলেন। আর সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।

Back to top button