অফবিট

বিশেষ: বেলুন বিক্রেতা কিসবু এখন ভাইরাল মডেল, নেপথ্যে রয়েছে তার মর্মান্তিক গল্প

অল্প বয়সে বাবাকে হারান কিসবু। পরিবারের একমাত্র চালিকাশক্তি হয়ে যান মা। একজনের আয়ে সংসারে অভাব দূর হয় না। তাই মাকে সাহায্য করতে কিসবুও বেলুন বিক্রি শুরু করেন। বেলুন বিক্রি করা সেই তরুণী এখন ইন্টারনেট সেনসেশন।
বিভিন্ন পাড়া-মহল্লা ও মেলায় ঘুরে তারা বেলুন বিক্রি করেন কিসবু। চলতি বছরের শুরুর দিকে কেরেলার কুন্নুরে একটি মেলায় বেলুন বিক্রি করতে যান কিসবু ও তার মা। সেই মেলাতেই ঘুরে ঘুরে ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। তখনই তার ক্যামেরায় ধরা পড়ে কিসবু।

কিসবুর চাহনিতে সৌন্দর্য খুঁজে পান অর্জুন কৃষ্ণান নামের সেই ফটোগ্রাফার। তারপরই কিসবুর মায়ের কাছে অনুমতি নিয়ে তার একটি ছবি তোলেন। নেটমাধ্যমে সেই ছবি শেয়ার করতেই ব্যাপক ভাইরাল হয়।

অর্জুন কৃষ্ণান বলেন, ১৭ জানুয়ারি আন্দালুর কাভু উৎসবে কিসবুকে বেলুন বিক্রি করতে দেখি। এ সময় তার বেশ কয়েকটি ছবি তুলে নিই। নেটমাধ্যমে তার ছবিটি ভাইরাল হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তারা ফটোশুটের জন্য রাজি হন। এখান থেকেই কিসবুর জীবনে নতুন মোড় নেয়। বেলুন বিক্রেতা এক কিশোরী রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন।

কিসবুর পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়ে তার মা কাঞ্চন বলেন, মেয়েকে উচ্চশিক্ষিত করতে চাই। ও (কিসবু) যেন স্বনির্ভর হতে পারে। ভবিষ্যতে ওকে যেন বেলুন বিক্রির জীবন বেছে নিতে না হয়। এটাই আমার প্রার্থনা।

Back to top button