অফবিট

টাইপরাইটার দিয়েই নিখুঁত ‘পোট্রেট ছবি’ আঁকছেন শিল্পী, তার ছবি দেখে অবাক নেটদুনিয়া

একসময় ছিল যখন মানুষ আদালত চত্বরে প্রয়োজনে বা বেড়াতে গেলে কানে শুনতে পেত্ খট খট শব্দ। সেই শব্দ ছিল টাইপরাইটারের। একসময়ের আধিপত্য বিস্তার করা টাইপ রাইটারের দিন ক্রমশ ফুরিয়ে আসছে। কারণ বাজার চেয়ে গেছে এখন কম্পিটার টাইপিংয়ে। আর এর মাঝেই খুঁজে পাওয়া গেলো এক হার না মানা টাইপিস্ট কে। যিনি নিজেকে বদলে ফেলেছেন পরিবর্তনের ছোয়ায়।

বর্তমানের কম্পিউটার যুগে বিভিন্ন নথির ৯০ শতাংশ কাজ হয় এখন কম্পিটারেই। প্রযুক্তির উন্নতিতে পিছিয়ে পরা এই যন্ত্রটি যেন এখন অনেক মানুষের কাছেই নস্টালজিয়া। আর তার মাঝেই টাইপিস্ট ডি এস ই মূর্তি উঠে এলেন নতুন অবতারে। তার পরিচয় এখন টাইপিস্ট ও চিত্রকর। তিনি টাইপরাইটার দিয়ে স্বচ্ছন্দেই একে ফেলছেন একের পর এক পোট্রেট। যা দেখে অবাক নেটদুনিয়া।

এসি গুরুমূর্তি এর আগে ভারতীয় বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমানের পোর্ট্রেট টাইপের দিয়ে একে ভাইরাল হয়েছিলেন। আর তারপর থেকেই তিনি একে চলেছেন একের পর এক পোট্রেট যা দেখে অবাক অভিজ্ঞও চিত্রকরেরাও। সম্প্রতি করোনা কালেও স্বাধীনতা দিবসে ভারত মাতার ছবি একে তিনি ভাইরাল হয়েছিলেন

Back to top button