অফবিট

পাহাড়ের মাথা থেকে উড়ে এসে এক ছাগলকে তুলে নিয়ে গেলো একটি ঈগল, মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও

আমরা সকলেই জানি ঈগল হলো শিকারী পাখি। কারণ ঈগল এমন এক পাখি যে তার প্রবল ইন্দ্রিয় শক্তির সাহায্যে নিমেষেই ধরে ফেলে তার শিকারকে। বন্যপ্রাণীদের মধ্যে শিকার ধরার ক্ষেত্রে অন্যতম উদাহরণ হলো এই ঈগলপাখি। আমরা বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে ছোটবেলার থেকেই জানি ঈগল পাখির শিকার ধরার কথা সম্পর্কে।আর এই ঈগল যে কতটা শক্তিশালী তার প্রমান পাওয়া যায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে।

সম্প্রতি ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে ঈগল পাখি শিকার করতে গেলে কতটা ভয়ানক আক্রমনাত্বক হয়ে ওঠে। ভিডিওটিতে দেখা গেছে একটি বড় ঈগল পাখি পাহাড়ের মাথা থেকে উড়ে এসে একটি ছাগলকে তার শিকারী নখের মাধ্যমে তুলে নিয়ে যায়। তারপর কিছুদূর যাবার পর সেই ছাগল টিকে ফেলে দেয় পাহাড়ের খাদে।

আমরা সাধারণত জানি যে ঈগলের প্রিয় খাবার ইঁদুর ও খরগোশ।কিন্তু ছাগলকে তুলে নিয়ে যাওয়া দেখে সকলেই যেন চমকে গেছে। সোশ্যাল মিডিয়াতে নেচার ইস ভয় নামের একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে রোমহর্ষক ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে যা প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে।

Back to top button