অফবিট

বাইকার নববধূকে মোটরসাইকেল উপহার দিতে চলেছেন তার শশুর

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন বাংলাদেশের এক বাঙালি বধূ । জানা গেছে ওই নাবা বধূর নাম ফারহানা আফরোজ। আর সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিভিন্ন সমালোচনার ঝড়। কিন্তু এই সমালোচনাকে উপেক্ষা করেই ওই নাবা বধূর শশুর খুশি হয়ে নতুন বৌ কে উপহার দিতে চলেছেন একটি পছন্দের বাইক।

যার ফলে বিয়ের পরেই তিনি শশুর বাড়িতে গিয়ে বাইক রাইডিং করতে পারবেন বলে জানা গেছে। কারণ শশুর- বাড়ির লোকের এই বিষয়ে কোনো আপত্তি নেই। এই প্রসঙ্গে তার শশুর সংবাদ মাধ্যম কে জানিয়েছেন

গায়ে হলুদের দিন বাইক র‌্যালি করে ভাইরাল হওয়া নববধূ ফারহানা আফরোজকে মোটরসাইকেল উপহার দিচ্ছেন শ্বশুর। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো বোঝাপড়ার ফলে আগামীতেও তিনি বাইক রাইডিং অব্যাহত রাখতে পারছেন।

তার শ্বশুর জানান, গায়ে হলুদের ছবি ভাইরাল হওয়া এবং নানা বিরূপ মন্তব্য তার জীবনে কোনো প্রভাব ফেলবে না।

সম্প্রতি এই নববধূ গায়ে হলুদের দিন তার বন্ধু- বান্ধবীদের সাথে নিয়ে বাইক র্যালি করেছিলেন যার একটি ছবি ফটোগ্রাফার তার অনুমতি নিয়েই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ছবিটা পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় স্কিল মিডিয়ায়।

এই প্রসঙ্গে নতুন বৌ জানিয়েছেন , সবাই নেচে-গেয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করেছি। আমি যেহেতু বাইক চালাতে পারি তাই বাইক চালিয়ে অনুষ্ঠান করেছি। ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই এমন আয়োজন। এটি আমার নিজস্ব উদ্যোগে করেছি। অনেক আনন্দ করেছি বন্ধু-বান্ধব ও সাথীরা।

Back to top button