নিউজবিনোদন

সৌমিত্র চ্যাটার্জির শারীরিক অবস্থা সংকটাপন্ন, দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা

ভারত তথা টলিউডের বর্ষীয়ান অভিনেতা হলেন সৌমিত্র চ্যাটার্জি। সম্প্রতি তিনি আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে। শেষ খবর বপাওয়া পর্যন্ত সৌমিত্র চ্যাটার্জির শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন।তাই এবার বাংলার এই জনপ্রিয় শিল্পীকে দেখতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বর্ষীয়ান এই অভিনেতাকে সোমবার গভীর রাতে দেওয়া হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশন। আগামীকাল আবার আরো একবার তার করোনা পরীক্ষা করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন সৌমিত্র চ্যাটার্জির ফুসফুসের এমআরআই করা হয়েছে। এমআরআই রিপোর্টে সেরকম কিছু পাওয়া যায়নি। তার প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে পড়েছে ফুসফুস ও মস্তিষ্কে। ইতিমধ্যে তাকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে।

বেসরকারি ওই হাসপাতালের সিইও জানিয়েছেন গত বছর সৌমিত্র বাবু একবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সেই বিষয় মাথায় রেখেই চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হচ্ছে। হাসপাতালের ১০ জন চিকিৎসক ছাড়াও আরও ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক তার শারীরিক অবস্থার দিকে নজর রাখছে প্রতিনিয়ত।

প্রসঙ্গত উল্লেখনীয় করোনা সংকট শুরু হবার পর সারা দেশের মতো কলকাতাতেও বন্ধ ছিল শুটিং। এরপর আনলক পর্বে সুরক্ষা বিধি মেনে শুটিং শুরু করেছিলেন সৌমিত্র চ্যাটার্জি। তিনি নিজেকে নিয়ে একটি তথ্য চিত্রে অভিনয় করছিলেন আর তার মাঝেই তিনি আক্রান্ত হয়ে পড়েন মারণ ভাইরাস করণাতে। ৮৫ বছর বয়স্ক এই গুণী শিল্পী গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হন।

Back to top button